ফ্ল্যাপঃ সমাপ্তির চাচা কাজি ডেকে আনে। খুবই অনাড়ম্বর পরিবেশে তাদের বিয়ে হয়। কনের পরনে বেনারসি শাড়ির বদলে খয়েরি রঙের একটা জামদানি শাড়ি। বরের পরনে পাঞ্জাবি বা শেরওয়ানির বদলে শার্ট কোট। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বার বিয়ে করতে হয় সমাপ্তিকে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর আছে কিনা সেটা ওর জানা নেই। বুকে পাথর বেঁধে এই বিরল ঘটনাটিকেও মেনে নিয়েছে সে। ওর মেনে নেওয়াতেই যেন বাড়ির সবার বাঁধভাঙা আনন্দ। এমন আনন্দ এই বাড়িতে কোনোদিন আসেনি। স্ট্রোক করে ওর বাবা যেদিন প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হন, সেদিন থেকে এই বাড়িতে আনন্দ নামক বস্তুটির অস্তিত্ব ছিল না। আজ তা ফিরে এসেছে। আজকের দিনটা তাদের কাছে মহা আনন্দের দিন।
বই সম্পর্কে আরও জানতে স্ক্যান করুন
QR কোড স্ক্যান করুন
No Review Found