Gender: female
Books Count: 1
সেলিনা রহমান শেলী, জন্ম ৩০ শে নভেম্বর। বাবা মোঃ খলিলুর রহমান এবং মা নাসিমা বেগম। বর্তমানে শিক্ষকতায় আছেন। লেখালেখির শুরু ছোটবেলায়। তার গল্প, উপন্যাসে মানব মনের আবেগ, স্বপ্ন, ভালোবাসা এবং বাস্তবতার সংমিশ্রণ ঘটতে দেখা যায়। নিজের এক ভালোবাসার জগৎ গড়ে তুলেছেন গল্প, কবিতা লেখার সাথে। ব্যক্তি জীবনে লেখিকা আবেগি কিন্তু বাস্তবতার মাঝেই বসবাস করতে ভালোবাসেন।