Gender: male
Books Count: 1
বোরহান উদ্দীন রব্বানী। প্রতিশ্রুতিশীল তরুণ কবি ও কথাসাহিত্যিক। পেশায় শিক্ষক। নিভৃতচারী হয়ে থাকতেই পছন্দ করেন। পারতপক্ষে নির্জনতার খোলস ডিঙিয়ে বের হন না। কিন্তু জীবন ও প্রকৃতির নিগূঢ় মনস্তাত্ত্বিক বিষয়ে তার আগ্রহ প্রবল। লেখেন প্রেম-বিরহ, সৃষ্টি আর স্রষ্টার অপার রহস্য নিয়ে। জীবনের কঠিনতম পাঠকে তুলে আনেন সহজবোধ্য শব্দের গাঁথুনি দিয়ে। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে জন্ম। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এক নিভৃত গ্রামে। ১৯৯৬ সালের ২রা মার্চ। গ্রামের মক্তবেই বাবার হাতে পড়ালেখার হাতেখড়ি। তারপর বাড়ির সদর দরজার প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে ভর্তি হন স্থানীয় মাদ্রাসায়। ঐতিহ্যবাহী টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায় কিছুকাল অধ্যয়ন করে ভর্তি হন লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদ্রাসায়। সেখান থেকে হাদিস শাস্ত্রে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। পাশাপাশি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। প্রাথমিকেই লেখালেখির হাতেখড়ি। লিখছেন স্থানীয় ও জাতীয় পত্রিকা-সাময়িকী ও ম্যাগাজিনে। অবসরে পড়া ও লেখালেখি করেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা চারটি। আরও বেশকিছু গ্রন্থ প্রকাশের অপেক্ষায়।