জাহেদ আমাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল, এটা আমার দোষ? আমি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, এটা আমার দোষ? নাকি অচেনা, অজানা পুরুষ আমার দেহকে ভোগ করেছে, এটা আমার দোষ? আইনের চোখে আমি ভিকটিম, অথচ সমাজ আমাকে ক্রিমিনাল সাব্যস্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে! আজকে এসে কী মনে হচ্ছে জানিস? আমার জন্য ঐ নরকটাই ঠিক ছিল। সেখানে আমি এতটা খারাপ ছিলাম না, আজ নিজের জায়গায় আমি যতটা খারাপ আছি।
বই সম্পর্কে আরও জানতে স্ক্যান করুন
QR কোড স্ক্যান করুন
No Review Found