ফ্ল্যাপ: কবে শেষবারের মতো আমরা সত্যিই আমাদের অনুভূতিগুলো আল্লাহর কাছে মন খুলে বলেছি? আমাদের শেখানো হয়েছে যে আমরা শুধুমাত্র দোয়ার সময়ই আল্লাহর সাথে কথা বলতে পারি। তাও আবার কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে আবদ্ধ, যা আল্লাহ ও আমাদের মাঝে একধরনের ‘বাধা’ সৃষ্টি করে। আমরা যা পড়ি, সেগুলো এমন আয়াত যা মুখস্থ করতে বলা হয়েছে, কিন্তু খুব কমই আমরা সত্যিই আল্লাহকে জানাই যে আমাদের হৃদয়ে কী বোঝা ভার হয়ে আছে। কারণ এটা করতে আমাদের অস্বস্তি লাগে। ফলে যখন আমরা হতাশ ও দুঃখিত হই, তখন সান্ত্বনা পাওয়ার জন্য অন্য পথ খুঁজি, কিন্তু সেগুলো প্রায়ই সাময়িক আরাম দেয় মাত্র। আমরা ভুলে যাই যে আসল শান্তি শুধুমাত্র আল্লাহর কাছেই রয়েছে। এই বইয়ে, লেখক আয়েশা স্যাহিরা আপনাকে একটি আধ্যাত্মিক অনুসন্ধানের পথে নিয়ে যাবেন; যেখানে আপনি পূর্ণ হৃদয় দিয়ে আল্লাহর সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে শিখবেন। লেখক বিশেষভাবে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন; যেকোনো সময়, দিনের যেকোনো মুহূর্তে তাঁর কাছে দোয়ার মাধ্যমে সান্ত্বনা খোঁজার উপায় শেখানোর চেষ্টা করেছেন।
বই সম্পর্কে আরও জানতে স্ক্যান করুন
QR কোড স্ক্যান করুন
Rakib
02 Sep 2025, 05:33PM
Test Review on 2 september
Anaya dga
02 Sep 2025, 06:27AM
test
Masihur Rohman
30 Aug 2025, 03:18PM
Test
Shuvo MH
16 Aug 2025, 08:01PM
test mm 01
25% off