Gender: male
Books Count: 1
আমি আব্দুল্লাহ আল মামুন। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে জন্মগ্রহণ করেছি। ছোটবেলায় যমুনার স্রোত ধারার সাথে সংগ্রাম করে বড় হতে হয়েছে। অশান্ত নদীর সাথে না পেরে বগুড়ার শেরপুর উপজেলায় পাড়ি জমাতে হয় ।সেখানেই পরিবারের সাথে বেড়ে উঠতে থাকি। শেরপুর আসার একটি কারণ হলো নদী ভাঙন অন্যটি হলো পড়ালেখা। বাবা ও দাদা দুজনেই ছিলেন মুন্সী। তাই ছোটবেলা থেকেই ইসলামকে সামান্য হলেও বুঝতাম।পরবর্তীতে ইসলামের ইতিহাস নিয়ে পড়া শুরু করলে ইসলামকে জানা বোঝা ও মানার চাহিদা বেড়ে যায়।কচি হাত অবস্থায় কবিতা লেখার অভ্যাস ছিল।মূলত সেখান থেকেই লেখালেখির হাতেখড়ি।