■ হ্যাঁ, স্বর্গ ও নরক সম্ভবত মানুষের মাঝেই বিদ্যমান। অর্থাৎ মানুষের কৃতকর্মের প্রতিফল হচ্ছে স্বর্গ-নরক। আচ্ছা, কৃতকর্মের ফল কি সবাইকেই ভোগ করতে হয়? হয় বোধহয়। পাঠকগণ হয়তো ভাবছেন- এসব কথা বলার কারণ কী। আসলে যেসব ঘটনা ও বাক্য-বিবৃতি এই গ্রন্থে উল্লেখ করতে হয়েছে, তা বিবেচনা করেই এ কথাগুলো বলতে হচ্ছে। ■ ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাক ১৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তখন তিনি বঙ্গভবনে অবস্থান করছিলেন, যা বাংলাদেশ রাষ্ট্রপ্রধানের কার্যালয় ও বাসভবন। ‘বঙ্গভবনে খন্দকার মোশতাক’ গ্রন্থে তার সেই তিরাশি দিনের কৃতকর্মের সার-সংক্ষেপ ধারাবাহিকভাবে তুলে ধরার প্রয়াস করা হয়েছে। গ্রন্থে ঘটনাবলীর ধারা বর্ণনা করতে গিয়ে ব্রিটিশ বংশদ্ভূত সাংবাদিক নেভিলে অ্যান্থনি মাসকারেনহাস কর্তৃক রচিত ‘Bangladesh: A Legacy of Blood’ গ্রন্থটির আশ্রয় নেওয়া হয়েছে। বর্ণনা ও রেফারেন্সের দিক থেকে এই গ্রন্থটি একটি অসাধারণ নিয়ামক।
বই সম্পর্কে আরও জানতে স্ক্যান করুন
QR কোড স্ক্যান করুন
No Review Found
25% off