ঐতিহাসিক ৫ মে, শাপলা চত্বর এক ট্রাজেডি।২০১৩ সালে বাংলাদেশের ইতিহাসে এক বেদনার নাম।সেই অন্ধকার রাতের নিরব কান্নায় হারিয়ে গিয়েছিল অগণিত প্রাণ, চাপা পড়েছিল নির্মম সত্য আর ন্যায়বিচারের আহ্বান।আমরা ভুলিনি, ভুলবো না—সেই শহীদের রক্ত, সেই মায়ের আহাজারি,সেই রাতে নিখোঁজ হয়ে যাওয়া নিষ্পাপ মুখগুলো। শাপলা চত্বর ঢাকার মহানগরের বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলের একটি সড়ক সংযোগ চত্বর। ইসলামী অরাজনৈতিক জোট হেফাজতে ইসলামের গণসমাবেশ ২০১৩ সালের ৫ মে, এস্থানে অনুষ্ঠিত হয়। গণসমাবেশের উদ্দেশ্য ছিল নবি মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করার শাস্তি হিসেবে একটি ব্লাসফেমি আইন প্রনয়ন এবং প্রকাশ্য নারী পুরুষের অনৈসলামিক মেলামেশা ও কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য সরকারকে আহবান জানানো। শান্তিপূর্ণ এ গণসমাবেশে পুলিশ অপারেশন সিকিউর শাপলা নামে অভিযান চালায়। হেফাজতে ইসলাম দাবি করে যে, তাদের হাজারেরও অধিক কর্মী অভিযানে শহীদ হয়েছে। কিন্তু তৎকালীন আওয়ামী সরকার সত্য ঘটনা চেপে যায় ১১ বছর। আসলে সেদিন প্রকৃত অর্থে কী ঘটে ছিলো, সেসব চেপে রাখা ইতিহাসের দিনলিপি জানতে বইটির শেষ পর্যন্ত পড়ুন, দিনের আলোর মতো সবকিছু পরিস্কার হয়ে যাবে,ইনশাআল্লাহ।
বই সম্পর্কে আরও জানতে স্ক্যান করুন
QR কোড স্ক্যান করুন
No Review Found