27 November, 1996
Gender: female
Books Count: 1
নুসরাত তাজরী- লিখিত জন্ম তারিখ ২৭শে নভেম্বর ১৯৯৬। আদতে জন্ম ২৬শে এপ্রিল। এক আলোক রাঙা বৈশাখী দিনে কুড়িগ্রাম জেলার উলিপুরে, দামুয়ার পাড় খাঁ পাড়ায় তার জন্ম। বাবা-মা দুজনই ভীষণ ব্যস্ত মানুষ। বড় চার ভাই কর্মস্থল ও পড়াশুনার খাতিরে অধিকাংশ সময়ই বাইরে। বোন নেই। নীরব একলা বাড়িজুড়ে তার বেড়ে ওঠার সঙ্গী ছিল দুজন। একজন মা, আরেকজন বই। স্কুল, কলেজের গন্ডি পেড়িয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন। ভালোবাসেন বই, কলম ও রং-তুলি। অনুবাদ দিয়েই প্রকাশ। তার অন্য দুটি অনুদিত গ্রন্থ 'দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অব টাইডিং আপ' এবং 'টেড টকস'। আজীবন পড়তে, লিখতে ও আঁকতে চান।