Gender: male
Books Count: 1
রুহুল আমীন পড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে। ছােটবেলা থেকেই ইলেক্ট্রনিকস, হার্ডওয়্যার ভক্ত। বাংলায় রােবটিকস চর্চাকে আরাে কয়েক ধাপ এগিয়ে দিতে লিখলেন এই বই। রােবােটিকস নিয়ে কাজ করেন রােবােটিকস ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, গত বছর যাদের সফল আয়ােজন ছিল আরডুইনাে ডে-২০১৭। এছাড়াও কাজ করছেন রাজশাহী ইউনিভার্সিটি আইটি সােসাইটির জেনারেল সেক্রেটারি হিসাবে। ক্যারিয়ার হিসেবে একজন সফল উদ্যোক্তা হবার স্বপ্ন দেখেন।