Gender: female
Books Count: 1
ডা. আবিদা সুলতানার জন্ম ৯ জানুয়ারি, ঢাকার মোহাম্মদপুরে, নব্বই দশকের মাঝামাঝি সময়ে। বাবা বি এম এ আজিজ ও মা সুরাইয়া খানমের তিন মেয়ের মধ্যে আবিদা সুলতানা বড়। পপুলার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে (BMDC রেজিস্ট্রেশন 108456) বর্তমানে জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজে লেকচারার হিসেবে কর্মরত আছেন। এর আগে DCMT নার্সিং কলেজ, ডাইনামিক নার্সিং কলেজ, সাইক নার্সিং কলেজে কর্মরত ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে আবিদা সুলতানা বিবাহিত। তিনি জনপ্রিয় লেখক শাহরিয়ার সোহাগ এর সহধর্মিনী।