Gender: male
Books Count: 0
আপনার ঠিক পাশের বাড়ির ছেলেটা। জন্ম নোয়াখালী জেলা সেনবাগ থানার কাজির খীল গ্রামে। মাতা আনোয়ারা বেগম। এবং পিতা মুক্তার হোসেন। ১৯৯৪ সালের ২৫শে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম মোঃ আমির হোসেন। বংশগত ভাবে তিনি কাজী বংশ। সাহিত্যে কাজী রিপন নামে সমাধিক পরিচিত। ছোটবেলা থেকে বেড়ে উঠা তাঁর নিজ বাড়ি, কালা কাজির বাড়িতেই ছোট বেলা কেটেছে। আর ছোটবেলা থেকেই তিনি গল্প, কবিতা, গান, ইসলামি সংগীত ও ছবি আঁকা পছন্দ করতেন। ছাত্র জীবন থেকেই সাংস্কৃতিক অঙ্গনে বহু পুরুষ্কার অর্জন করেছেন। কাজী আমির হোসেন রিপন ২০১২ সালে জয়নগর উচ্চ বিদ্যালয় থেকে, এস এস সি, ২০১৪ সালে সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ থেকে, এইচ এস সি, ও ২০১৭ সালে সরকারি মুজিব কলেজ থেকে, স্নাতক এবং ২০২৪ সালে ফেনী সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর করেন। তরুন এই কবি স্কুল জীবন থেকে লিখালিখি শুরু করলেও একাদশ শ্রেণিতে এসে পুরোপুরি মনোনিবেশ করেন। তার প্রকাশিত বইসমূহঃ • ভালোবাসার হালখাতা (কাব্যগ্রন্থ) বইমেলা ২০২১ • গ্রামের সংসদ (গল্পগ্রন্থ) বইমেলা ২০২২ • অবেলায় (কাব্যগ্রন্থ) বইমেলা ২০২৩ • মায়ের পানের বাটা (উপন্যাস) বইমেলা ২০২৪ • বর্ষা বিরহের ঋতু (কাব্যগ্রন্থ) বইমেলা ২০২৫