Gender: male
Books Count: 2
উপন্যাসটির লেখক রায়হান মাসুদের জন্ম খুলনা শহরের খালিশপুরে, ১৯৯৪ সালের ১৪ জুনে। তিনি বর্তমানে তার স্থায়ী নিবাস বরিশালে থাকেন। তাঁর বাবা, তালুকদার মোঃ মাসুদ, পেশায় বরিশাল জজকোর্টের একজন আইনজীবী এবং মা, মোসাঃ শাকিলা আক্তার, একজন গৃহিণী। তাঁর একমাত্র ছোটবোন, টি এম সায়মা মাসুদ, একজন চিকিৎসক। পেশাগত জীবনে লেখক একজন চিকিৎসক। তিনি শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশালের ৪৪ তম ব্যাচের ছাত্র ছিলেন, এবং ২০১৮ সালে এমবিবিএস পাশ করেন। বর্তমানে তিনি ৪০ তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডার হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের মেডিসিন বিভাগে কর্মরত আছেন এবং একইসাথে মেডিসিনে এফসিপিএস শেষপর্বের ট্রেনিং করছেন। এর আগে তিনি ৪২ তম বিসিএসেও স্বাস্থ্য ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে লেখক বিবাহিত। তার স্ত্রী নুসরাত তাসনিম আমরিন প্রাণীবিজ্ঞানের একজন গ্রাজুয়েট। এ অবধি লেখকের লেখা ছয়টি বই হচ্ছে “বলি” (২০২০), “চট্টলায় এক ডাইনি থাকে” (২০২১), “১৭টা কারণে তোমায় ভালবাসি” (২০২২), “দানব কথন” (২০২২), ভৌতিক গল্পগ্রন্থ ‘ভয়াল’ (২০২৩) ও “এ গেম অফ ডেথ” (২০২৪)। “হু কিল্ড ওয়াল্টার থর্ন” লেখকের লেখা সপ্তম মৌলিক বই ও ষষ্ঠ উপন্যাস। পৃথিবীটা হোক বইয়ের। বইয়ের পাতার এক মহাকাশ সমতুল্য জ্ঞান, সাহিত্যরস, আবেগ আর রোমাঞ্চ হোক নতুন ও পুরনো সব প্রজন্মের জীবনের অপরিচ্ছেদ্য অংশ। আর লেখক রায়হান মাসুদকে তারা মনে রাখুক সেই মহাকাশের অগণিত নক্ষত্রের একজন হিসেবে, এমনকি তার মৃত্যুর বহুযুগ পরেও।