Gender: female
Books Count: 1
আমি নাজনীন মোসাব্বের (রুচি)। পড়াশোনা শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে (স্নাতক- স্নাতকোত্তর)। একই সাথে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করেছি। প্রসঙ্গত উল্লেখ্যযোগ্য, পড়াশোনা শেষ করে আমি প্রায় ১৮ বছর ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের পড়িয়েছি বিধায় এই লেখালেখির ব্যাপারে বেশ কিছুটা পিছিয়ে আছি। করোনার অফুরন্ত সময়ে আমার লেখালেখি শুরু। ২০২২-এ প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছে "কে বলে বুড়ো", ২০২৩-এ দ্বিতীয় বই প্রকাশিত হয়েছে গল্প ও চিঠি সংকলন "অপরাহ্ণের চিঠি" এবং ২০২৪-এ তৃতীয় বই প্রকাশিত হয়েছে গল্প সংগ্রহ "মল্লিকা"। এছাড়াও, আমার একটা অন্য ভুবন আছে, সেটা হলো নাচ। সংস্কৃতি পরিমন্ডলে বেড়ে ওঠা আমি নাজনীন মোসাব্বের রুচি ১৯৭৮ সনে জাতীয় শিশু পুরস্কার অর্জন করি নৃত্যে বাংলাদেশ শিশু একাডেমী থেকে। এখান থেকেই নাচটা আমার ভেতরে আবেগে স্থান করে নেয়। অনেক বাঘা বাঘা নৃত্য প্রশিক্ষকের সান্নিধ্যে আমি ধন্য হয়েছি। ২০২৩-এ আমি "বিটিআই-দ্য ডেইলি স্টার স্টেলার ওমেন"-এ 'কালচারাল' বিভাগে "সার্টিফিকেট অফ নমিনেশন" মনোনীত হই। বর্তমানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি শাখার আই.এস.ও (ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার) পদে কর্মরত আছি।