7 October, 2001
Gender: male
Books Count: 3
চট্টগ্রামের তরুণ লেখক মুহাম্মদ জাহিদ হোসাইন নিজেকে লেখকের চেয়ে পাঠক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন। তিনি মূলত থ্রিলার রহস্য উপন্যাস নিয়ে কাজ করেন। কিন্তু তার ছোটবেলার স্বপ্ন ছিলো যে তিনি একটি সামাজিক সচেতনতা মূলক বই লিখবেন। তারই ধারাবাহিকতায় ২০২২ বইমেলায় প্রকাশ করেন নিজের ১ম বই "মোরাল অফ দ্যা স্টোরি"।তবে তিনি মূলত রহস্য ক্রাইম থ্রিলার উপন্যাস লিখতে পছন্দ করেন। "দন্ডভেদ" হলো জাহিদের লেখা ১ম থ্রিলার উপন্যাস।পাশাপাশি অনলাইনে তিনি বিভিন্ন উৎসাহমূলক, সামাজিক সচেতনতামূলক এবং শিক্ষনীয় ভিডিও কন্টেন্ট বানিয়ে থাকেন। জন্ম ২০০১ সালের ৭ই অক্টোবর।তিনি তার প্রতিষ্ঠান ‘স্প্রেড নলেজ’ এর মাধ্যমে বিভিন্ন উৎসাহমূলক, সামাজিক সচেতনতামূলক, শিক্ষনীয় কন্টেন্ট, আর্টিকেল, কুইজ, ক্যাম্পেইন এবং কোর্স সরবারহ করে থাকেন। তাছাড়া তিনি গ্রাফিক ডিজাইনও করে থাকেন। তার প্রতিষ্ঠান ‘গ্রাফিজাইন’ হলো একটি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস প্রতিষ্ঠান, যেখানে কনেকেই ফ্রীল্যান্সিং ও মার্কেটিংয়ের কাজ করে নিজেদের পকেট মানি রোজগার করে থাকে।